ব্রাজিলের বাসিন্দা আর্থার উরসোকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। তাকে নিয়ে আলোচনার কারণ পৃথিবীতে তার স্ত্রীর সংখ্যা ৯ টি। সাধারণত মানুষ একটা বিয়ে করে সুন্দর জীবনযাপনের স্বপ্ন দেখলেও এই মডেল বিয়ে করেছেন ৯ টি।
অবাক লাগলেও সত্যি ৯ জন স্ত্রীকে নিয়ে সংসার করছেন আর্থার। আর সংসারে কোনও অশান্তি বা সমস্যাও নেই। স্ত্রীদের উপহার দেওয়ার জন্যই সম্প্রতি সব মিলিয়ে ৯ লাখ টাকা খরচ করেছেন তিনি। অনেকের মাথায় এ প্রশ্ন আসবে এত স্ত্রীকে একসঙ্গে নিয়ে সংসার কীভাবে করেন আর্থার?
কীভাবেই বা সবকিছু ম্যানেজ হয়? এ ব্যাপারে সব কিছু ‘শিডিউল’ মেনে হয় বলেই জানিয়েছেন এই যুবক। তার স্ত্রীরা মোটামুটি সবাই খুশি। তারা নিজেরাও একে অপরের দারুণ বন্ধু। সুখেই সংসার করছেন ব্রাজিলের এই মডেল।
তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকলে ৯ স্ত্রীকে নিয়ে আয়েশী জীবনের দেখা মেলে। হিন্দুস্তান টাইমস জানায়, আর্থারের একজনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে তিনি আরও একবার নয়, একেবারে পরপর ৯ জন গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেন ৷ সবাইকে সমান ভালোবাসেন তিনি। সবাইকে দামি উপহার দিতেও কোনও কার্পন্য করেন না। স্ত্রীদের মধ্যে যাতে কখনও অশান্তি না বাঁধে, তার জন্য সব সময়েই সতর্ক থাকেন আর্থার।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
				