শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে মিসকিন (৩৫) নামের এক যুবক নিজের পু;রু;ষা;ঙ্গ কে;টে ফেলেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। মিসকিন একই গ্রামের টগর আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসীরা জানান, এক ছেলে ও এক মেয়ের জনক মিসকিন দীর্ঘদিন থেকে গাঁ;জা সে;বন করে অনেকটা হিতাহিত জ্ঞানশূন্যের মধ্যে জীবনযাপন করে আসছে। অপরদিকে তার সংসারের আর্থিক অবস্থাও স্বচ্ছল নয়।
বিভিন্ন কারণে বিবাহের পর তার স্ত্রীর সাথে ২/৩ বার বিবাহ বিচ্ছেদ ঘটলেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী পুনরায় তার সংসারে ফিরে আসে। বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত কারণে নে;শাগ্র;স্ত মিসকিন বাড়ির পাশে জঙ্গ;লে গিয়ে দা দিয়ে নিজের পু;রু;ষা;ঙ্গ কে;টে ফেলে নিজেই।
পরে সন্ধ্যার আগ মুহূর্তে মিসকিন বাড়িতে গেলে পরিবারের লোকজন তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে র;ক্ত ঝরতে দেখে। প্রথমে পরিবারের লোকজন মনে করে কোনো আঘা;তের কারণে র;ক্ত ঝরছে। পরে তারা বিষয়টি টের পেয়ে মিসকিনকে দ্রুত ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
তবে পু;রু;ষা;ঙ্গ ক;র্ত;নের বিষয়ে সুনির্দ্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুল ইসলাম বলেন, তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিসকিনের নিজ বাড়ি ও তার শ্বশুর বাড়িতে খোঁজ নিয়েছি। মা;দ;কা;সক্ত মিসকিন নিজ পু;রু;ষা;ঙ্গ নিজেই কে;টে;ছে বলে প্রাথমিকভাবে আ;লা;ম;ত পাওয়া গেছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
