ঢাকাই সিনেমার প্রয়াত কিংবদন্তী নায়ক ছিলেন জসিম। বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরেই চলচ্চিত্রে যাত্রা করেন তিনি। জসিমের অভিনয় জীবন শুরু হয়েছিল এক্সট্রা শিল্পী হিসেবে।
সেখান থেকে তাকে সিনেমার নায়ক বানিয়েছেন গুণী নির্মাতা ঝন্টু। সোনালি সময়ের পেছনের সে গল্পই তিনি তুলে ধরলেন সাংবাদিকদের সামনে।
গুণী এই নির্মাতা জানান, নায়ক জসিম তার ক্যারিয়ার শুরু করেন এক্সট্রা শিল্পী হিসেবে। মাত্র ১০ টাকা পারিশ্রমিক পেতেন তিনি। সেখান থেকে তাকে সিনেমার
নায়ক বানিয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু। শুধু তাই নয়, এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানার বিপরীতে কাজ করার সুযোগও করে দেন তিনি।
সেসময়ের মজার ঘটনাটি স্মরণ করেন নির্মাতা। তার কথায়, একবার জসিমের বাসায় বসে আছি। জসিম বললেন, ‘ঝন্টু ভাই, আমি এক্সট্রা শিল্পী হিসেবে অভিনয় করছি।
আমাকে একজন বড় পরিচালক বলেছেন, কালকে বিকালে আপনার শুটিং আছে, সেখানে যেতে। আমি জানতে চাইলাম আমার শট কি? তিনি জানালেন,
সিনেমার নায়িকা শাবানাকে তোমার কাঁধে তুলে বসের (মেইন ভিলেন) সামনে রাখতে হবে। এত বড় নায়িকাকে কাঁধে তুলব! এটা আমার জন্য বিরাট বিষয়।’
পরের দিন সকালে বাজারে গিয়ে তিনটি লাক্স সাবান কিনেছি। শেভ করে, ভালো করে গোসল করেছি। দুপুরে আবার গোসল করেছি। যাতে করে আমার শরীর থেকে কোন গন্ধ-টন্ধ না বের হয়।
এরপর শাবানার বিপরীতে জসিম প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ‘ওমর শরীফ’ সিনেমায়। তারপর আর জসিমকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন এই নায়ক। আশি ও নব্বই দশকে দাপটের সঙ্গে রূপালি পর্দা মাতিয়ে রেখেছিলেন তিনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
