একটি ১০১ তলা বাড়ি। যে বাড়িটি বুর্জ খলিফার আগে বিশ্বের উচ্চতম বাড়ির মর্যাদা পেত। সেই বাড়িটির মাথাই কেবল আকাশছোঁয়া নয়, তার খ্যাতিও আকাশছোঁয়া।
সেই বাড়িটির কিন্তু ৪৪ তলা নেই। অবাক হওয়ার মত কথা হলেও এটাই সত্যি। বাড়িটির ৪৪ তলা নেই মানে কি সেখানটা ফাঁকা? এমন প্রশ্নও মনে জাগতে পারে। তেমনটা ঠিক নয়। এই ৪৪ তলা না থাকার পিছনে রয়েছে এক প্রাচীন প্রবাদ।
১০১ তলা বাড়িটি রয়েছে তাইওয়ানের তাইপে শহরে। বাড়িটির নামই তাইপে ১০১। চিনে একটি প্রাচীন বিশ্বাস আছে। চিনে ৪ সংখ্যাটিকে অপয়া ধরা হয়।
বিশ্বে যেমন ১৩-কে অনেকে অপয়া সংখ্যা বলে থাকেন, তেমন চিন ৪-কে অপয়া ভাবে। তাই এই বাড়িটির ৪৪ তলাটা রাখা হয়নি। তার জায়গায় ৪৩ তলাটার নম্বর করা হয় ৪২এ। ফলে যেটি আসলে ৪৪ তলা সেটি হয়ে যায় ৪৩ তলা।
কারণ ৪৩ তলাকে ৪২এ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার ৪৪ তলাকে ৪৩ তলা বলে তারপর সোজা পরেরটা ৪৫ তলা হয়ে যায়।
এতে ৪৪ নম্বর তলা বলে বাড়িটায় কোনও ফ্লোর-এর অস্তিত্ব রইল না। অন্তত খাতায় কলমে রইল না। এভাবেই বাড়িটির জন্মলগ্ন থেকে ৪৪ তলা ছাড়াই দিব্যি দাঁড়িয়ে আছে ১০১ তলা এই আকাশচুম্বী অট্টালিকা। যা বিশ্বের অন্যতম উঁচু বাড়ির সম্মান এখনও ভোগ করে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
