টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। জীবনের চলার পথে সাহসী সিদ্ধান্ত নিতে কখনো পিছপা হননি তিনি। কথাও বলেন সোজাসাপটা। প্রকাশ্যে যৌ;ন;তা প্রসঙ্গে কথা বলতেও কুণ্ঠাবোধ করেননি তিনি।
আসলে ‘সে;ক্স’ শব্দটি নিয়ে এখনও প্রচুর ছুঁৎমার্গ রয়েছে পাশের দেশ ভারতেও। বলিউডের তারকারা মাঝেমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলছেন। তবে টালিগঞ্জের তারকারা কিন্তু এ প্রসঙ্গে খুব কম কথাই বলেন। তবে ঋতাভরী অতীতে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অকপট জবাব দিয়েছিলেন।
নুসরাত জাহান সঞ্চালিত এক চ্যাট শোর অতিথি হয়ে এসেছিলেন ঋতাভরী। সেখানে তাকে সে;ক্স প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মতে শরী;রের খি;দেটাও মনের খিদে। কাউকে ভেতর থেকে এতটা চাইছি যে, নিজের সঙ্গে এক করে নিতেও কোনো দ্বি;ধা থাকছে না।’
তার সংযোজন, ‘সম্পর্কের ক্ষেত্রে ফিজিক্যাল কমপ্যাটিবিলিটি ভীষণ গুরুত্বপূর্ণ।’ কোনো পুরুষের প্রতি কী দেখে আকৃষ্ট হন ঋতাভরী চক্রবর্তী? তার জবাব, ‘বুদ্ধিদীপ্ততা। আমি স্যা;পিওসে;ক্সুয়াল… তাছাড়া চশমা পড়া ব্যক্তিদের সে;ক্সি লাগে। ইটস বিজার!’
যৌ;নতা প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে আরও বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন ঋতাভরী। জানান, প্রথম ডেটে অচেনা ব্যক্তিকে চু;মু খেয়েছেন একসময়। ক্যাজু;য়ালি হু;ক আ;প করার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, ‘বহুবার এমন করিনি। তবে যতটুকু হয়েছে, সেটা না হলে আমি খুশি হতাম।’
নিজের মোস্ট অ্যাডভেঞ্চারাস সে;ক্সের অ;ভিজ্ঞতাও ফাঁস করেছিলেন নায়িকা। এ নিয়ে তাকে প্রশ্ন করায় ঋতাভরী জানিয়েছিলেন, তিনি অন্যের রান্নাঘ;রে যৌ;ন সম্প;র্কে লি;প্ত হন। যা শুনে কিছুটা চমকে উঠে নুসরতের প্রশ্ন, ‘কিছু ভেঙে যায়নি?’ তবে এর বেশি কিছু বলেননি ঋতাভরী।
অন্যদিকে, লং ডিসটেন্স রিলেশনশিপ থাকা ভীষণ কঠিন, সেই কথাও জানিয়েছিলেন ঋতাভরী। তার কথায়, ‘আমি বেশিরভাগ ক্ষেত্রেই লং ডিসটেন্স রিলেশনশিপে ছিলাম। প্রথমত পার্টনার অনেক দূরে। কথায় কথায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়।’
নায়িকার সংযোজন, ‘তবে এই ধরনের সম্পর্কের একটা ভালো দিকও আছে। প্রতীক্ষা দিন দিন বাড়ে। অবশেষে যখন দেখা হয় তখন সবটাই মারাত্মক। প্রতিটি ছোঁয়া নতুন। প্রত্যেকটা মুহূর্ত বিশেষ।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
