আমি ব্যক্তিগত কারণে নাম প্রকাশ্যে আনছি না। তবে আমি একজন ব্যাংকের কর্মচারি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর সেই বিষয়েই একটি প্রশ্ন ছিল। আমার বিয়ে ঠিক হওয়ার আগে একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল। সেই ইউনিভার্সিটি থেকেই আমাদের বন্ধুত্ব ছিল। পড়াশোনার পর আমরা দুজনেই একসঙ্গে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিই। ভীষণই ভালো সম্পর্ক ছিল আমাদের। নিয়মিত দেখা হওয়া, ঘুরতে যাওয়া এসব তো লেগেই ছিল। আমরা ভীষণই ঘনিষ্ঠ ছিলাম। বাড়ির সবাই জানতো আমাদের কথা।
কিন্তু আমি যখন ব্যাংকে চাকরি পাই, ও আচমকা বদলে যায়। আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। অনেক জোরাজুরির পর জানায় ও ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগছে। এই সম্পর্ক ও চায় না। এই সম্পর্কে থাকলে নাকি ও এগোতে পারবে না, চাকরি পাবে না। হীনমন্যতায় ভুগবে। আমি অনেক বুঝিয়েছিলাম কিন্তু কাজ হয়নি। অতঃপর আমরা আলাদা হয়েই যাই।
এরপর দেড় বছরে আমি বহুবার ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কাজ হয়নি। এরপর বাড়ি থেকেই একজনের সঙ্গে বিয়ে ঠিক করে। মেয়েটি এমনই খারাপ নয়। সবার সঙ্গে মানিয়ে নিয়েছে। আমার প্রতিও যথেষ্ট যত্নশীল। আমিও এই সম্পর্কে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। কিন্তু ওর সঙ্গে বেশি ঘনিষ্ঠ বা গভীর কোনো আলোচনা করতে পারছি না। সামান্য হাত ধরতে গেলেও পারছি না। সব কিছুতেই বারবার প্রাক্তনের কথা মনে পড়ছে। মনে হচ্ছে ওকে ঠকাচ্ছি। আমার আর কয়েকদিনের মধ্যেই বিয়ে। কী করবো? কী করে নিজেকে সামলাবো? আমার হবু স্ত্রী সবটা জানে। সে জোর করে না। বরং আমায় যথেষ্ট স্পেস দেয়। এরম চললে তো আমার আগামী সম্পর্কে এর প্রভাব পড়বে। কী করে মুক্তি পাবো?
সম্পর্ক বিশেষজ্ঞ পূর্বাশা মুখোপাধ্যায়ের উত্তর:
প্রথমত আপনাকে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। নতুন জীবন ভীষণ ভালো কাটুক। এবার আসি আপনার সমস্যায়। সবার আগে আপনি অতীতের হ্যাঙ্গোভার থেকে বেরোন। স্মৃতির ডালে আটকে থাকলে এগোতে পারবেন না। আপনি প্রাক্তনকে ঠকাচ্ছেন না, ঠকালে নিজেকে এবং বর্তমানকে ঠকাচ্ছেন। আর নিজেই যখন বললেন বর্তমান সব জানেন, স্পেস দিচ্ছেন তাহলে অযথা স্ট্রেস নিচ্ছেন কেন?
দেখুন আমরা যেটা নিয়ে বেশি ভাবি বা জোর করে ভুলতে চাই সেটা কিন্তু আদতে কখনই ভোলা হয় না। যায় না। তাই জোর করে কাউকে ভুলতে চাইবেন না। তার থেকে নিজেকে সময় দিন। কাজে ব্যস্ত থাকুন। বর্তমানের সঙ্গে ঘনিষ্ঠতা নয়। বন্ধুত্বের সম্পর্কটাকে দৃঢ় করুন আগে। আর বাকিটা সময়ের উপর ছেড়ে দিন। সময়ই ধীরে ধীরে আপনাকে অতীতের কথা ভুলিয়ে দেবে। জীবনে গিয়ে যাবেন ঠিক। কেবল জোর করে কিছু করতে যাবেন না।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
