1/7দিন কয়েক আগেই ৩৮ বছরে পা দিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। চলতি বছর জন্মদিনটা থাইল্যান্ডে কাটিয়েছেন অভিনেত্রী। সমুদ্রের জলে নেমে কেক হাতে ছবিও পোস্ট করেছেন। এরপরই ফুকেত থেকে নতুন ছবি পোস্ট করেছেন মনামী।
2/7নীল-সাদা বিকিনির উপর সাদা জালের মতো পোশাক পরে অভিনেত্রী। হাতে চুলে আলগা হাত খোঁপা উঁচু করে বাঁধা। হাতে সোডার ক্যান, চোখে নীল রোদচশমা পরে নতুন একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
3/7ফুকেতের সমুদ্রপাড়ে মনামীর নতুন ছবিতে মুগ্ধ নেটপাড়া। ছবি পোস্ট করে ক্যাপশনে মনামী লিখেছেন, ‘স্বপ্ন! আমি তোমাকেই দেখছি’!
4/7অভিনেত্রীর নতুন ছবিতে বুঁদ নেটপাড়া। তবে প্রশংসার পাশাপাশি নতুন ছবিতে ট্রোলেরও শিকার অভিনেত্রী। এক নেটিজেনর মন্তব্য, ‘এই মহিলা দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে’। অপর একজন লিখেছেন, ‘এটা ভালো, ফ্যাশনের ক্ষেত্রে ফ্য়াশন। পরে আবার মাছ ধরার কাজেও আসবে’।
5/7শীঘ্রই পর্দায় অন্যরকম চরিত্রে দেখা যাবে মনামীকে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে গীতা সেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বড়পর্দায় মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় তিনি। ‘পদাতিক’ ছবিতে ‘গীতা সেন’ এর লুকে নজর কেড়েছেন মনামী।
6/7বয়স চল্লিশ ছুঁইছুঁই অভিনেত্রী প্রায়শই হট লুকে ধরা দেন সোশ্যাল মিডিয়ায়। টলিউডের অন্যতম স্টাইল আইকন মনামী ঘোষ।
7/7টলিউডে বড় পর্দা এবং ওটিটিতে দাপিয়ে অভিনয় করছেন। দু-দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেত্রী। তাঁর লাস্যের ছটায় মুগ্ধ নেটপাড়া।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
