দুবাইয়ের ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হ;ত্যা মা;মলার পলাতক আ;সামি!
এই জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন চিত্রনায়িকা দীঘি। এক ফেসবুক ভিডিও বার্তায় দীঘি জানিয়েছিলেন, তিনি দুবাই যাচ্ছেন জুয়েলার্স উদ্বোধনে। এরপর দীঘি দুবাই যান এবং জুয়েলার্স উদ্বোধনে অংশ নেন।
এই অনুষ্ঠানে সাকিব আল হাসানের সঙ্গে দীঘির দেখা হয়। তিনি সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট না করলেও প্রার্থনা দীঘি নামের একটি পেইজে পোস্ট করেছেন।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধনে নিজের মামা ভিক্টরকে সঙ্গে নিয়ে গিয়েছেন।
২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খু;ন হন পরিদর্শক মামুন। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নি;র্মম;ভাবে পিটি;য়ে হ;ত্যা করা হয়। হ;ত্যা;কা;ণ্ডের পর আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গো;য়েন্দা পুলিশ রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জ;শিট জমা দেয়। পুলিশ হ;ত্যা;র মামলায় র;বিউলের ভাড়া করা এক ব্যক্তি আ;ত্মসম;র্পণ করে ৯ মাস জে;ল খে;টে বের হন!
২০২০ সালে রবিউল ভারতীয় পাসপোর্ট পান। যাতে তার নাম বদলে লেখা হয় ‘আরাভ খান’। সেখান থেকে চলে যান দুবাই। ২০২১ সালের ৩১ অক্টোবর আরব আমিরাত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দেয়। রবিউল এখন সেখানেই আছেন, জুয়েলারি ব্যবসা করছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন করা হয়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
