পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় জাল ফেলতেই ধরা পড়ল প্রচুর মাছ

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দুর্ভোগ বয়ে আনলেও, কখনও কখনও তা হয়ে উঠতে পারে অপ্রত্যাশিত আশীর্বাদ। এমনই এক দৃশ্য দেখা গেল, যেখানে পানিতে তলিয়ে যাওয়া এক রাস্তায় জাল ফেলতেই উঠে এলো প্রচুর মাছ।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে পাশের খাল ও পুকুরের পানি উপচে পড়ে রাস্তায় চলে আসে। রাস্তাটি দীর্ঘক্ষণ পানির নিচে থাকায় সেখানে একপ্রকার অস্থায়ী জলাশয় সৃষ্টি হয়। কেউ একজন কৌতূহলবশত একটি মাছ ধরার জাল ফেলতেই দেখা যায়, জালে ধরা পড়ছে রুই, কাতলা, শিং ও মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ।

ঘটনার কথা ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের লোকজন ভিড় জমাতে শুরু করেন। কেউ হাতে জাল, কেউ ছোট বালতি নিয়ে নেমে পড়েন মাছ ধরতে। এক ধরণের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় গোটা এলাকায়। রাস্তায় মাছ ধরার এমন দৃশ্য দেখে অনেকেই বলেন, “এটা আমাদের জীবনে প্রথম, রাস্তার উপর মাছ ধরছি!”

তবে বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনায় আনন্দের পাশাপাশি সতর্কতাও জরুরি। কারণ জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া, অন্য জায়গা থেকে ভেসে আসা মাছদের মধ্যে অসুস্থতা বা বিষাক্ততা থাকার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করা হচ্ছে। তবে এই ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই মজার ছলে মন্তব্য করছেন, “রাস্তায় হেঁটে যাওয়ার আগে এখন বালতি নিয়ে বের হওয়াই ভালো!”