প্রাত্যহিক জীবনে নানা প্রয়োজনীয় জিনিসগু’লোর মধ্যে ক্ষুদ্র ব্লে’ডও একটি। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, ব্লে’ডের যে নকশা তা আজও অ’পরিবর্তিত!কেন ব্লে’ডের এই নকশার বদল ঘটেনি, আর কেনই বা এই নকশা করা হয়েছে? যুগের পর যুগ একই স্টাইল ধরে রাখার রহস্য কি তা নিশ্চয় জানতে ইচ্ছে করছে? চলুন তবে জেনে নেয়া যাক ব্লে’ডের এই নকশা ও তা অ’পরিবর্তিত থাকার রহস্য-
১৯০১ সালে জিলেট কর্মসংস্থার প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট এবং সহকর্মী উইলিয়াম নিক্সারসন একটি ব্লে’ডের ডিজাইন করে আমেরিকায় ব্যবসা শুরু করেন। সংস্থাটি প্রতিষ্ঠিত হবার ৩ বছর পর প্রথমে ১৬৫ টি ব্লে’ড প্রস্তুত করেন।
এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। যাব’তীয় চিন্তাভাবনা করেই ব্লে’ডের স’ঙ্গে রেজারের হাতল আট’কানোর জন্য স্ক্রু ও নাট-বল্টু ব্যবহৃত ‘হত। কেন অন্যান্য সংস্থাও এই স্টাইল ও নকশা অনুকরণ করল? কারণ হিসেবে জানা যায়, সে সময় একমাত্র জিলেটই রেজার তৈরি করত। তাই অন্যান্য সংস্থাও একই পথে হাঁটা শুরু করেছিল।
বর্তমান সময়ে বিভিন্ন ধরণের ব্লে’ড বের হলেও, যদি কেউ হঠাৎ ব্লে’ড কথাটা উচ্চারণ করে তাহলে কিন্তু সেই একই নকশার চেহারা চোখের সামনে ভেসে আসবে। এমনকি বিবিধ প্রশ্নও মাথাচাড়া দিয়ে উঠে আসতে পারে। তাই চিন্তা মুক্ত থাকা’টাই শ্রেয়।