কোনোভাবে আপনার ঘরে একটি বা দুটি ছারপোকা ঢুকলেই বিপদ। এরা খুব সহজেই বংশবৃদ্ধি করে। এমনভাবে লুকিয়ে থাকবে বুঝতেও পারবেন না। যখনই বিছানায় শুতে যাবেন বা সোফায় বসবেন সুযোগ মতো এসে কামড় বসিয়ে রক্ত খেয়ে যাবে। বিছানা, কার্পেট, সোফা বা খাট এসব জায়গায় এগুলো লুকিয়ে থাকে।
ছাড়পোকা তাড়ানো বেশ কঠিন। সহজে আপনার বাড়ি ছেড়ে যেতে চাইবে না। এগুলো দূর করার বিভিন্ন রকমের ওষুধ বাজারে পাওয়া যায়। তবে এগুলো খুব নিরাপদ নয়। তাই ঘরোয়া উপাযে তাড়াতে পারেন ছারপোকা। চলুন জেনে নেই যেভাবে তাড়াবেন-
১। দেওয়াল থেকে বিছানা বা সোফা যতটা সম্ভব দূরে রাখুন। তাতে ছারপোকার উৎপাত কমবে।
২। বাড়ির যত ফুটো-ফাটা আছে, সেগুলো আঠা দিয়ে বন্ধ করে দিন। বিশেষ করে খাটের ভিতরও ফুটো থাকতে পারে। যেখানে ছারপোকা গিয়ে লুকিয়ে থাকে। সেগুলো ভালো করে বন্ধ করে দিন।
৩। যে ঘরে ছারপোকার উৎপাত হয়েছে, সেখানে ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল স্প্রে করুন। প্রাকৃতিক এই তেলের গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। দ্রুত এলাকা ছেড়ে পালায়।
৪। মনে রাখবেন, ঘর যত অপরিষ্কার থাকবে, ততো ছারপোকার উৎপাত বাড়বে। ঘর পরিষ্কার করুন। তাতেই এই পোকার আক্রমণ কমবে।
৫। ন্যাপথলিন গুঁড়ো করে বিছানার চারপাশে দিয়ে রাখুন। ছারপোকা পালাবে। তবে ঘরে ছোট শিশু থাকলে সতর্ক থাকুন। শিশুরা মুখে দিয়ে ফেলতে পারে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.