কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২৯ জুন)। অনেক হাইপ এবং প্রচারের পর মুক্তি পাওয়া সিনেমাটি অবিরাম বৃষ্টির মধ্যেও প্রেক্ষাগৃহে দর্শকদের টানতে সফল হয়েছে। আশ্চর্যজনকভাবে, সত্যপ্রেম কি কথার ব্যবসা প্রত্যাশার চেয়েও ভালোভাবে শুরু হয়েছে। জানা গেছে, সন্ধ্যায় এবং রাতের শোতে দর্শকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
মুক্তির প্রথম দিন ভারতীয় বক্স অফিসে ৯.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এখন পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদন অনুসারে, ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তির প্রথম সপ্তাহান্তে প্রায় ৫০ কোটি রুপি আয় করতে যাচ্ছে। প্রকৃতপক্ষে অগ্রিম বুকিং এবং সিনেমাটির পজিটিভ রিভিউ বেশ ভালো প্রভাব ফেলতে যাচ্ছে বলেও ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
বক্স অফিস রিপোর্ট অনুসারে, প্রথম দিনে ৯.২৫ কোটি রুপি আয়ের মধ্য দিয়ে সিনেমাটি কিয়ারা আদভানির ক্যারিয়ারের ষষ্ঠ সর্বোচ্চ উদ্বোধনী দিনে উপার্জনকারী সিনেমা।
এর আগে কিয়ারা অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে প্রথমদিনে সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে ‘এমএস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি’ ২১.৩০ কোটি রুপি আয় করেছে, ‘কবির সিং’ ২০.২১ কোটি রুপি, ‘গুড নিউজ’ ১৭.৫৬ কোটি, ‘ভুল ভুলাইয়া ২’ ১৪.১১ কোটি, এবং ‘জুগ জুগ জিও’ আয় করেছে ৯.২৮ কোটি রুপি।
সমীর বিদ্বান পরিচালিত সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। আরো রয়েছেন গজরাজ রাও, শিখা তালসানিয়া, সুপ্রিয়া পাঠকের মতো তারকা। সিনেমাটি ২৯ জুন মুক্তি পেয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.