সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ভাইরাল হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে এক হৃদয়ছোঁয়া মুহূর্ত। ২০২৩ সালের ঈদের সময়কার এই দৃশ্যগুলোতে দেখা যায়, তিনি তার বন্ধুর সঙ্গে চা খাচ্ছেন এক সাধারণ টং দোকানে।
সেই সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে রিকশায় ঘুরতেও দেখা যায় এই তারকাকে। ঈদের পরদিন সকাল পৌনে ৯টার দিকে ঢাকার রাস্তায় একেবারে সাধারণ মানুষের মতোই রিকশায় ঘুরছিলেন সাকিব ও শিশির। এমন দৃশ্য এক নজরে সবাইকে মুগ্ধ করে।
ঈদের একদিন আগে পরিবারসহ ঢাকা ফেরেন সাকিব। এরপর মাগুরায় গিয়ে বাবা-মা এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেন। মাগুরায় থাকাকালীন বাল্যবন্ধু নয়নকে নিয়ে একটি টং দোকানে চা খেতে দেখা যায় তাকে, যা নতুন করে আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এমন সাদামাটা জীবনযাপন সাকিবকে ভিন্ন করে তুলেছে অন্যদের থেকে। তারকাখ্যাতি থাকলেও নিজ এলাকার ছেলে হিসেবে বরাবরই সহজ-সরল জীবন যাপন করতে ভালোবাসেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালের পর এই প্রথম পরপর দুই ঈদ নিজের জেলা মাগুরাতে কাটিয়েছেন এই ক্রিকেট তারকা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.