প্রথমবার চলচ্চিত্রের পর্দায় দেখা মিলল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার অভিনীত ‘সুড়ঙ্গ’ দর্শক প্রশংসা পাচ্ছে। তবে সম্প্রতি তার এক মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
এক সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে ‘সো কল্ড নায়ক’ বলায় ক্ষোভে ফুঁসছেন শাকিব ভক্তরা। সামাজিকমাধ্যমে অনেকেই এর প্রতিবাদ করছেন। তারা ভাবছেন নিশো শাকিবকে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন। এ কারণে অনেকে ফেসবুক থেকে ছোটপর্দার এই অভিনেতাকে ‘আনফলো’ করার মিশনে নেমেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবিয়ানরা এর প্রতিবাদে বেশ সরব। তারা দিয়েছেন বয়কটের ডাক।
এ দিকে সমালোচনার মুখে পড়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন নায়ক আফরান নিশো। তিনি জানান, কাউকে ইঙ্গিত করে কোনো কিছু বলেননি। অভিনেতা হিসেবে বয়স, বৌ-বাচ্চা নিয়ে কোনো চাপ অনুভব করেন না বলেও জানান তিনি।
গতকাল বুধবার (৫ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান ‘আর ইউ ফেমাস’-এ এসে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আফরান নিশো বলেন, ‘আমার একটি দর্শন আছে। আমি নতুন জেনারেশনের অভিনেতা। আমি চাই না আমাকে কেউ ‘হিরো’ বলুক। আমার পরিচয় আমি একজন অভিনেতা। একজন অভিনেতা আর নায়কের মধ্যে পার্থক্য আছে। একজন অভিনেতা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে পারে।’
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘যাদের নায়ক বলা হয়, একটা সময় পর, তাদের সেই ব্যাপারটা আর থাকে না। তখন তাদের আবার পারফর্মার হয়ে উঠতে হয়। চলচ্চিত্র অভিনেতা, নাট্যাভিনেতা বা শুধু অভিনেতা, আমি এই টার্মগুলোকে পছন্দ করি।’
নিশো বলেন, ‘বয়স বলে দেয়ার পর আমাকে অনেকেই বলে- এভাবে বয়সটা বলে দিলেন? তখন আমি বলি- আমি তো সেই তথাকথিত হিরোইজমকে ফলো করি না। আমাদের আগে শেখানো হতো- তুমি হিরো। আগেই নিজের প্রেমের কথা বলে দিও না। তাহলে মেয়েরা তোমাকে পছন্দ করবে না। তো সেই কথাটাই বলেছি যে আমি সেরকম হিরো না যে বিয়ে-বৌ বাচ্চার কথা বলা যাবে না।’
কিছু গণমাধ্যম তার বক্তব্যকে মিসইন্টারপ্রিট করেছে বলে অভিযোগ করেন নিশো।
‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। বর্তমানে দেশের ২৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.