আট ফুট সমান একটি শঙ্খচূড় সাপের লেজ ধরে টানছেন এক যুবক। সাপটি আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর দিকে তেড়ে যাচ্ছে। কোনও রকমে নিজেকে সামলে সেটিকে তুলে ধরার চেষ্টা করতে দেখা গেল তাঁকে।
এ বারও সাপটি যুবকের দিকে তেড়ে গেল। কখনও সামনে, কখনও পিছনে, এ ভাবে সাপ নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন ওই যুবক। জীবনের ঝুঁকি আছে জেনেও শুধু মাত্র ছবি তোলার জন্য বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ নিয়ে কেরামতি দেখালেন তিনি।
আর্থপিক্স নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট হয়েছে। জানা গিয়েছে, যে যুবক শঙ্খচূড় নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তিনি পেশায় এক জন বিজ্ঞানী। নাম মাইক হোলস্টন। কোনও রকম সুরক্ষা না নিয়ে খালি হাতেই শঙ্খচূড় সাপ নিয়ে কেরামতি দেখানোয় অনেকই আশঙ্কা প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামের এক গ্রাহক লিখেছেন, ‘প্রাণীদের অহেতুক উত্ত্যক্ত করবেন না।’