অনেকেই ইন্টারভিউ শব্দটি শুনলেই খুব নার্ভাস হয়ে যান। ছোট রুমের মধ্যে একের পর এক প্রশ্নবান কার্যত মাথা খারাপ করে দেবে। ইন্টারভিউতে যে ধরণের প্রশ্ন জিজ্ঞেস করে নিশ্চয়ই সে সম্পর্কে আপনারা অবগত আছেন।
কারণ পুঁথিগত নয় বরং সেই সময় দরকার বিশেষ বুদ্ধির। কেমন প্রশ্ন হবে তা আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী থাকেন? সেই কারণেই ইন্টারভিউতে জিজ্ঞেস করা সবথেকে বেশি ১০টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা এই প্রতিবেদনে।
১) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি?
উত্তর : সিধু ও কানু।
২) বলতে পারবেন এমন কোন জিনিস যা মুখের ভিতরে যাওয়ার আগে শক্ত থাকে কিন্তু তারপরে নরম হয়ে যায়?
উত্তর : চুইংগাম
৩) আকাশে ওড়ার রকেটে কি ধরণের জ্বালানি ব্যবহার করা হয়?
উত্তর : তরল হাইড্রোজেন।
৫) কেরালা রাজ্যের একটি বিখ্যাত উৎসবের নাম কি?
উত্তর : ওনাম
৬) রক্ত দান করলে আপনার শরীরে কত সময়ের মধ্যে তা পূরণ হবে?
উত্তর : ২৪-৪৮ ঘন্টা।
৭) ১ সেকেন্ডে বিশ্বে কত শিশু জন্ম নেয়?
উত্তর : ৪ জন
৮) মাইকেল জ্যাকসন মোট কয়টি অ্যাওয়ার্ড পেয়েছিলেন?
উত্তর : ৪২ টি। তিনি বিশ্বের সবথেকে বেশি অ্যাওয়ার্ড প্রাপ্ত শিল্পী।
৯) ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত ও বেশি ব্যবহৃত অক্ষর কোনটি জানেন?
উত্তর : কম ‘Q’ এবং বেশি ‘E’
১০) প্রফুল্ল চন্দ্র রায় কত সালে ‘বেঙ্গল কেমিক্যাল’ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : ১৯০১ সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.