দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্মাণ করছেন ‘দরদ’। সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। এরই মধ্যে এর মুক্তির তারিখ ঘোষণা করেন এর নির্মাতা। বাংলা ভাষাসহ মোট ছয়টি ভাষায় ডাবিং করা হবে বলেও জানান তিনি।
অনন্য মামুন জানান, আগামী বছরের ২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে।
এই নির্মাতা বলেন, দরদ-এর শুটিং শুরু হবে ২০ অক্টোবর। নভেম্বরে শুটিং শেষ হবে। ৬টি ভাষায় ২৪টি দেশে একসঙ্গে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। যিনি ইমরান হাশমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলেগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। আরও থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিওসহ অনেকে।
বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.