হত্যা মামলার চাপ মাথায় নিয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

পাকিস্তান যখন প্রথম ইনিংসে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে তখন অনেকেই ভেবেছিলেন বাংলাদেশ হয়ত এই ম্যাচ হারতে যাচ্ছে। এর অবশ্য কারণও আছে। কেননা বাংলাদেশ যে পাকিস্তানের মাটিতে আতিথেয়তা নিতে গিয়েছে। ঘরের মাঠে পাকিস্তানি বোলারদের মোকাবিলা করাটা তো সহজ না!কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে যে নাটকীয়তার তৈরি হয়েছে তাতে ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে রয়েছে টিম টাইগার্স। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছেন টাইগার বোলাররা।

নিজেদের প্রথম ইনিংসে সাদমান ইসলাম মাত্র ৭ রানের জন্য দেখা পাননি তিন অঙ্কের ম্যাজিল ফিগারের। পরে মাত্র ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুশফিক। কিন্তু তার নায়কোচিত ইনিংস আক্ষেপে পোড়ায় পাকিস্তানকে। কেননা মুশফিক, সাদমান, মিরাজদের ব্যাটে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫৬৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এতে করে বাংলাদেশের লিড দাঁড়ায় ১১৭ রানে।

চতুর্থ দিনের শেষে পাকিস্তান ব্যাটিংয়ে এলে ধারণা করা হচ্ছিল ব্যাটিং সহায়ক পিচে ম্যাচটি ড্রয়ের পথেই যাচ্ছে। কিন্তু শেষ দিনের প্রথম সেশনে টাইগার বোলাররা স্বাগতিকদের টুটি চেপে ধরেন। লাঞ্চে যাওয়ার আগ পর্যন্ত তারা ৩৬ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রানে তুলতে সক্ষম হয়। এখনো তারা পিছিয়ে রয়েছে ৯ রানে। শেষ দিনের এখনো বাকি দুই সেশন।

তবে মাঠে রয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান ২২ রানে। তার সঙ্গে রয়েছেন সদ্য বাবা হওয়ার সুসংবাদ পাওয়া শাহিন শাহ আফ্রিদি ১ রান নিয়ে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ১৩ টেস্টে পাকিস্তানকে কখনই হারাতে পারেনি বাংলাদেশ। আর ঘরের মাঠে ২০২২ সালের পর কোনো টেস্ট জেতেনি পাকিস্তান।