বিএনপির ৪ জন প্রভাবশালী নেতাকে বহিষ্কার

গাজীপুর সদর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম বেপারী, যুগ্ম সম্পাদক ডিএম আজহার, গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম সরকার এবং পিরুজালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ফকির।

সোমবার গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম বেপারী, যুগ্ম সম্পাদক ডিএম আজহারকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার অপর আরেক বার্তায় গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াসির আকরাম পলাশ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী স্বাক্ষরিত বার্তায় নাজিম সরকার ও নাজমুল ফকিরের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়ায় তাদেরও বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, শনিবার হাসিবুর রহমান স্বাক্ষরিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর এই চার নেতার বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ দেওয়া হয়।