কেজিএফ টু (KGF 2 ) খ্যাত তারকা ইয়শ দর্শকের দরবারে খুবই জনপ্রিয়। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়া মারফতও ভক্তদের কাছাকাছি থাকতে জানেন দক্ষিণী সুপাস্টার যশ। কাজের ব্যস্ততার মাঝে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অভিনেতা। মেয়ের সঙ্গে একটি আদুরে মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেছেন যশ(Yash)। লিটল প্রিন্সেসের সঙ্গে খেলায় মেতেছেন অভিনেতা। বাবার দাড়ি ধরে রীতিমতো টানছে ছোট্ট Ayra।
সেই সঙ্গে মাথায়-মাথায় জোরকদমে গুতো। মেয়ের সঙ্গে খুনসুটির সেই মুহূর্তকে একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন যশর। বাবা-মেয়ের এই দুষ্টুমির ভিডিয়োতে মজেছেন নেটিজেনরাও। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে সময় কাটানের ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘An Angel In Disguise’। ভিডিয়ো পোস্ট করতেই লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
যশের পাশাপাশি মম রাধিকা পণ্ডিতও মেয়ের সঙ্গে একটু মিষ্টি ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে সুন্দর ক্যাপশনে ইয়শের স্ত্রী লিখেছেন, “আমার মেয়ের লুকটা একদম ওর বাবার মতো। শুধু তাই নয়, চারিত্রিক বৈশিষ্ট্যেও রয়েছে অনেক মিল। কিন্তু, মেয়ের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। Ayra-র জন্য আমার আশীর্বাদ রইল।” সপ্তাহখানেক আগে আপাদমস্তক সাদা পোশাকে রীতিমতো ঝর তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণী অভিনেতার জাদুতে মাত নেটপাড়া। অভিনেতা হিসাবে দর্শকের দরবারে যতটা জনপ্রিয়, সেই সঙ্গে যশ যে একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান সেই নজিরও গড়লেন দক্ষিণী অভিনেতা।
২ সপ্তাহেই হাজার কোটি! রেকর্ড গড়ল KGF Chapter 2
হাজারেরও নট আউট! ঝড়ের গতিতে ছুটে চলেছে প্রশান্ত নীলের KGF Chapter 2। সব রেকর্ড ভেঙে দিয়ে মাত্র দু’ সপ্তাহেই ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে এখনও সারাবিশ্বে ছবির ক্রেজ দুর্দান্ত। এর আগে আমির খানের ‘দঙ্গল’, প্রভাসের ‘বাহুবলী ২’ এবং রাম চরণ এবং NTR জুনিয়রের RRR এই উচ্চতায় পৌঁছেছিল। কন্নড় সুপারস্টার যশ অভিনীত KGF 2 চতুর্থ ছবি যা হাজার কোটির মাইলফলক ছুঁয়ে ফেলল। স্বাভাবিকভাবেই ছবির সাফল্যে উচ্ছ্বসিত টিম KGF। এই ঐতিহাসিক মুহূর্তে আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক।
হাজার কোটির বাজেটে তৈরি এই ছবিটি প্রথম দিন থেকেই দুর্দান্ত ব্যবসা করেছে। প্রি বুকিংয়ের সময় থেকেই ইতিহাস গড়েছে এই ছবি।
হাজার কোটির বাজেটে তৈরি এই ছবিটি প্রথম দিন থেকেই দুর্দান্ত ব্যবসা করেছে। প্রি বুকিংয়ের সময় থেকেই ইতিহাস গড়েছে এই ছবি।
সিনেমাটি মুক্তির দিনেই রেকর্ড ব্যবসা করেছিল। প্রথম উইকএন্ডেই ২৫০ কোটি কামিয়েছে এই ছবি।
শুধুমাত্র ভারতের নিরিখেও নজির গড়েছে এই ছবি। ‘টাইগার জিন্দা হ্যায়’, PK এবং ‘সঞ্জু’-র গড় আয়কে ছাপিয়ে গিয়েছে এই ছবি। এখনও পর্যন্ত এই তিনটি ছবির গড় আয় যথাক্রমে ৩৩৯.১৬ কোটি, ৩৪০.৮০ কোটি এবং ৩৪২.৫৩ কোটি।
এই ছবির তৃতীয় পার্ট আসছে কিনা সে নিয়ে জোর চর্চা চলছে সিনেমাপ্রেমীদের মধ্যে। এ প্রসঙ্গে যশ বলেন, “আমি আর প্রশান্ত (নীল) অনেক দৃশ্যের কথা ভেবেছিলাম। সেগুলো KGF Chapter 2 -এ করা সম্ভব হয়নি। এখনও অনেককিছুই হতে পারে। তবে সবকিছুই আলোচনার স্তরে রয়েছে।”
তবে যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার টু-র (KGF2) রেকর্ডওএ ভেঙে দিয়েছে অয়নের ব্রহ্মাস্ত্র। পরিচালক Narthan-র সঙ্গে নতুন ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইয়শ। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই খবরে কোনও শিলমোহর দেওয়া হয়নি।
শুধুমাত্র ভারতের নিরিখেও নজির গড়েছে এই ছবি। ‘টাইগার জিন্দা হ্যায়’, PK এবং ‘সঞ্জু’-র গড় আয়কে ছাপিয়ে গিয়েছে এই ছবি। এখনও পর্যন্ত এই তিনটি ছবির গড় আয় যথাক্রমে ৩৩৯.১৬ কোটি, ৩৪০.৮০ কোটি এবং ৩৪২.৫৩ কোটি।
এই ছবির তৃতীয় পার্ট আসছে কিনা সে নিয়ে জোর চর্চা চলছে সিনেমাপ্রেমীদের মধ্যে। এ প্রসঙ্গে যশ বলেন, “আমি আর প্রশান্ত (নীল) অনেক দৃশ্যের কথা ভেবেছিলাম। সেগুলো KGF Chapter 2 -এ করা সম্ভব হয়নি। এখনও অনেককিছুই হতে পারে। তবে সবকিছুই আলোচনার স্তরে রয়েছে।”
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.