বিনোদন ডেস্ক: বলিউডের দর্শকপ্রিয় দুই তারকা দম্পতি রণবীর কাপুর-আলিয়া ভাট। গত এপ্রিলে তারা বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন কেমন চলছে ভক্তদের মধ্যে এ নিয়ে রয়েছে নানা কৌতূহল। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি সফল হওয়ার পর দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন নিজেরাই।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রণবীর জানিয়েছেন, আলিয়ার সঙ্গে ঘুমাতে গিয়ে তার ভালো ঘুম হয় না। বিপত্তি আলিয়ার শোওয়ার ধরনে। সন্তানসম্ভবা হওয়ায় আলিয়া ঘুমের পর ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। তার মাথা থাকে এক দিকে, আর পা অন্য দিকে। এজন্য বিছানার এক কোণে ক্রমে রণবীর গুটিয়ে যেতে থাকেন। ফলে রণবীরের ঘুমাতে সমস্যা হয়।
এদিকে স্ত্রীর শোয়ার ধরন নিয়ে রণবীর অভিযোগ করলেও আলিয়া কোনো পাল্টা অভিযোগ করেননি। তিনি উল্টো প্রশংসাই করেছেন রণবীরের। বলেছেন, রণবীরের শোওয়ার ধরন নিয়ে তার কোনো সমস্যা নেই, আর রণবীর নাকি দারুণ শ্রোতা, আর এটাই ভাল লাগে আলিয়ার।