দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অভিনয় করছেন নিয়মিত। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও সরব সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় সময়ই তিনি নানা ইস্যুতে কথা বলে থাকেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। সেখানে তিনি লেখেন, মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হওয়ার কথা চিন্তা করব। তবে মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি।
তিনি আরও লেখেন, জানি না এরা কি ধরনের পারসোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কি করে গোপন করে, বুঝে আসে না! আর এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না। এরা মানুষ হিসেবে গুনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কি দরকার!
তবে ঠিক কোন প্রসঙ্গে তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন, তা বোঝা না গেলেও সম্প্রতি মিডিয়াতে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতেই যে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন; তা আর না বোঝার অপেক্ষা থাকে না।