ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের খরদহ থানার তিনটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাবলু শেখ, ফারুক শেখ, আলি শেখ। এদের সবার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। খরদহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। তবে বাকি পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ।
এর আগে বুধবার (১৩ নভেম্বর) দুই বাংলাদেশি এবং তাদের ভারতীয় দোসরকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অনুপ্রবেশ ও মানব পাচারে সহায়তার অভিযোগে কলকাতা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন—রনি মণ্ডল ও সামির চৌধুরী এবং ভারতীয় নাগরিক হলেন পিন্টু হালদার। গ্রেপ্তারের ঘটনাটি এমন এক সময়ে হয়েছে যখন রাষ্ট্রীয় সংস্থাটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ১৭টি স্থানে বাংলাদেশি অনুপ্রবেশ সংশ্লিষ্ট অর্থ পাচার মামলায় অভিযান চালিয়েছিল মাত্র একদিন আগে। একটি এফআইআরের ভিত্তিতে চলতি বছরের ৪ জুনের করা মামলায় অভিযানটি চালানো হয়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.