আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কয়েক দিন পর মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত আলোচিত সিনেমা ‘পুষ্পা টু’। আপাতত সিনেমাটির প্রচারের কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মাঝে আইনি জটিলতায় পড়লেন আল্লু অর্জুন।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ভক্তদের ‘আর্মি’ বলে সম্বোধন করার কারণে হায়দরাবাদের জওহর নগর থানায় আল্লু অর্জুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হার্ভেস্টিং ফাউন্ডেশনের সভাপতি শ্রীনিবাস গৌড়।

গতকাল মুম্বাইয়ে ‘পুষ্পা টু’ সিনেমার প্রচারে গিয়েছিলেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানাসহ পুরো টিম। সেখানে আল্লু অর্জুনের একটি মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তারপরই শুরু হয় জলঘোলা। ঠিক কী মন্তব্য করেছেন আল্লু অর্জুন?

সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন বলেন, “আমার কোনো ভক্ত নেই, আমার আর্মি আছে। আমি আমার ভক্তদের ভালোবাসি, তারা সবাই আমার পরিবারের মতো। আমি সবসময় এটা মনে করি, তারা আমার পাশে সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে। আমি তোমাদের খুব ভালোবাসি। আর তোমরা ছাড়া আমি কিছুই না। যদি এই সিনেমাটি সাফল্য পায়, তাহলে এটি আমার সমস্ত ভক্তদের উৎসর্গ করব।”

আল্লু অর্জুন তার ভক্তদের ‘আর্মি’ বলে সম্বোধন করেন। এই শব্দ নিয়েই আপত্তি জানায় ‘গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হার্ভেস্টিং ফাউন্ডেশন’। যার প্রতিবাদ স্বরূপ অভিযোগটি করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি শ্রীনিবাস গৌড়।

শ্রীনিবাস গৌড় তার আপত্তির বিষয়টি ব্যাখ্যা করে একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে, “এভাবে ‘আর্মি’ শব্দটি ব্যবহার করা অসম্মানজনক। সেটা অভিনেতার মাথায় রাখা উচিত ছিল। কারণ আর্মিরা সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত, তারা জাতির সেবা করে। আল্লু অর্জুন যাতে তার ভক্তদের আর্মিদের সঙ্গে তুলনা না করেন, সেজন্যই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।”

সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও রয়েছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ৪০০-৫০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।