লাইফ সাপোর্টে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের বড় বোনের মেয়ে অভিনয়শিল্পী শম্পা রেজা।

সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাইজিংবিডির সঙ্গে কথা হয় শম্পা রেজার। তিনি বলেন, “বিকালে সর্বশেষ জানতে পেরেছি খালাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এরপর আমি আমার খালার ফোনে কল করে কাউকে পাইনি।”

পাপিয়া সারোয়ারের দুই মেয়ে জারা ও জিশান যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে দুই মেয়েই দেশে ফেরার উদ্দেশে রওনা দিয়েছেন বলেও জানিয়েছেন শম্পা রেজা।

কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন পাপিয়া সারোয়ার। গত চারদিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এর আগে কয়েক দিন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা যায়।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্র–গানের জন্য শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। আধুনিক গানেও সাফল্য পেয়েছেন। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গান তাকে বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তুলে।

কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া সারোয়ার। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ পান। ২০২১ সালে একুশে পদক লাভ করেন এই বরেণ্য শিল্পী।