দুর্নীতির অভিযোগের মুখে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক।
মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে বৃটিশ দৈনিক গার্ডিয়ান এ খবর দিয়েছে।
বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বড়োসড়ো দুর্নীতির অভিযোগ আছে টিউলিপের বিরুদ্ধে। এছাড়া শেখ হাসিনা-ঘনিষ্ঠ একজনের কাছ থেকে যুক্তরাজ্যে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়েও ব্যাপক সমালোচনা এবং চাপের মুখে ছিলেন তিনি।