লোকে লোকারণ্য। প্রচন্ড ভিড় ঠেলে আয়োজক কর্তৃপক্ষ অভিনেত্রী শ্রাবন্তীকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হঠাৎ একটি হাত স্পর্শ করে নায়িকাকে। আপত্তিকর স্পর্শ মোটেও সহ্য করেননি, বরং তেড়ে যান এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে নেটিজেনদের অনেকে শ্রাবন্তীকে নিয়ে নোংরা মন্তব্য করছেন। আবার অনেকে বেজায় চটেছেন। একজন লেখেন, “কি ছোটলোক এগুলো, মেয়েদের সম্মান করতে পারে না।” আরেকজন লেখেন, “একদম ঠিক করেছেন। উনি একজন অভিনেত্রী, একজন মানুষ। অনুমতি ছাড়া তার শরীরে হাত দেওয়ার মানে কি?” অন্যজন লেখেন, “ছোটলোকের দেশ।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন স্থানে স্টেজ শো করে থাকেন শ্রাবন্তী। ধারণা করা হচ্ছে, কলকাতার বাইরে কোথাও শো করতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেত্রী। তবে ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
কয়েক দিন আগে কলকাতায় অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা। এ আসরের রেড কার্পেটে ভুল ইংরেজি বলে ট্রলের শিকার হন তিনি। বিষয়টি নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন শ্রাবন্তী।
শ্রাবন্তীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। খুব শিগগির উইডোজ প্রোডাকশনের ‘আমার বস’ সিনেমায় দেখা যাবে তাকে। তা ছাড়াও বড় পর্দায় শুভ্রজিৎ মিত্রের পিরিয়ড ড্রামা ঘরানার ‘দেবী চৌধুরানি’ হয়ে হাজির হবেন শ্রাবন্তী। ঈদুল ফিতরে মুক্তি পাবে তার অভিনীত ‘হাঙ্গামা ডটকম’ সিনেমা।
ভিডিওটি দেখতে ক্লিক করুন