মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের দিনটিতেও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে,যাদের মধ্যে পাঁচজনই শিশু। সকালে গোলাগুলির মুখেই ঈদের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দারা। আবার যারা নামাজ শেষে নিহত স্বজনদের স্মরণে কবরস্থানে গিয়েছিলেন তাদের ওপর টিয়ার গ্যাস দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল-জাজিরা অনলাইন।
শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় রবিবার ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝেই রবিবার ঈদের নামাজ আদায় করেন গাজার মুসলিমরা।
ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, নামাজের সময় গুলির শব্দ শোনা যাচ্ছিল।
ঈদের সকালে ইসরায়েলি বাহিনী কমপক্ষে নয়জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঈদুল ফিতরে জেনিন কবরস্থানে প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসময় বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.