বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে ভারত। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, কেউ যদি অনৈতিকভাবে বা অযৌক্তিকভাবে কোনো একটি সুবিধা থেকে বঞ্চিত করে, দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে।
শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় জেলা প্রশাসন ইকো পার্কে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশ-ভারত দুটি প্রতিবেশী দেশ। কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আমরা এটা প্রত্যাশা করি না। কিন্তু ভারতের কাজ, তারা বাংলাদেশকে কীভাবে ডিল করছে, কোন চোখে দেখছে, এই জিনিসগুলো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নির্ধারণ করবে।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, এখন এই গ্লোবাল ওয়ার্ল্ডে সবকিছুরই কোনো না কোনো বিকল্প একটি অপশন রয়েছে। পৃথিবীর বড় বড় পরাশক্তি অনেককে চেপে ধরার চেষ্টা করেছে বিভিন্ন সুযোগ-সুবিধাকে বন্ধ করে দিয়ে। কিন্তু দিনশেষে ওই ছোট ছোট শক্তিগুলো আরও বিকল্প অসংখ্য পথের মধ্য দিয়ে শক্তিশালী হয়েছে। শুধু ভারত নয়, পৃথিবীর যেকোনো দেশই যদি তাদের জায়গা থেকে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বা অন্যান্য অনেক সুযোগ-সুবিধার জায়গায় আমাদের চেপে ধরার চেষ্টা করে, তাহলে আমরা মনে করি পুরো বিশ্ব আমদের জন্য খালি রয়েছে।
তিনি বলেন, আমরা বিশ্বের অন্য জায়গায়, যে জায়গায় সমতার, শ্রদ্ধার ও ভ্রাতৃত্বের সম্পর্ক রেখে আমরা আমাদের সুন্দর একটি বাণিজ্যিক সম্পর্ক করতে পারব, আমরা সেদিকে যাব। এক্ষেত্রে আমরা বিশ্বাস করি, ভারত রাজনৈতিক দল হিসেবে নয়, বরং ভারত একটি দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সঙ্গে তার যে বাণিজ্যিক চুক্তিগুলো, সেগুলো করবে এবং বজায় রাখবে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.