মিষ্টি জান্নাতের উটের দুধের ব্যবসা

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই অধিক লাইমলাইটে থাকেন। এবার এ অভিনেত্রী জানালেন, উটের দুধের ব্যবসা করবেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত বলেন, “আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।”

কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তার ব্যাখ্যা দিয়ে এই নায়িকা বলেন, “আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।”

সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানির কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এজন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।”

তবে উটের দুধের দাম কেমন হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ঈদুল আজহার আগে বা পরে সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলেও জানান এই নায়িকা।

সাইকো কিলার হিসেবে পর্দায় আসছেন মিষ্টি জান্নাত। ‘সাইকো’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে এমন চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এটি পরিচালনা করছেন মাহফুজ রহমান রাজ।

মিষ্টি জান্নাত বলেন, “ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি, যার মাঝে এই ওয়েব ফিল্মটি অন্যতম। এই ফিল্মটিতে একজন সাইকো কিলার হিসেবে দর্শক আমাকে দেখতে পাবেন। নতুন ও ভিন্ন একটি চরিত্রে কাজ করছি, বেশ ভালো লাগছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে।”

তা ছাড়াও বড় বাজেটের দুটো সিনেমার কাজ হাতে নিতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। রাজধানীতে তার একটি ক্লিনিকও রয়েছে।