ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার আঁচ সবচেয়ে আগে গিয়ে পড়ে সংস্কৃতি অঙ্গনে। কাশ্মীরের উরিতে ২০১৬ সালের হামলার পর থেকেই বলিউডে নিষিদ্ধ হন পাকিস্তানি শিল্পীরা, যা বহাল ছিল দীর্ঘদিন। এবারও সেই পুরনো দৃশ্যই যেন ফিরে আসছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ফের দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এর জেরে ফের টার্গেটে পড়েছেন পাকিস্তানি তারকারা।
এ ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন অভিনেতা ফাওয়াদ খান ও অভিনেত্রী হানিয়া আমির। ফাওয়াদ খান অভিনীত বলিউড সিনেমা ‘আবির গুলাল’-এর মুক্তি স্থগিত করা হয়েছে। অন্যদিকে হানিয়া আমিরের ‘সর্দারজি থ্রি’-তে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তার কাজ অনিশ্চিত হয়ে পড়েছে।
এখানেই শেষ নয়। আলি জাফর, ইমরান আব্বাস, সজল আলী, ইকরা আজিজ, মোমিনা মোহতেসান, সোনম সাঈদসহ অনেক জনপ্রিয় পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব।
সম্প্রতি হানিয়া আমিরকে নিয়েও ছড়ানো হয়েছে একটি ভুয়া বিবৃতি। তাতে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন, পেহেলগামের হামলার পেছনে পাকিস্তানি সেনাবাহিনী জড়িত এবং তিনি নরেন্দ্র মোদিকে পাকিস্তানি শিল্পীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এই ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন হানিয়া আমির। গতকাল ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন অভিনেত্রী।
হানিয়া আমির লিখেছেন, ‘সম্প্রতি আমার নামে একটি মিথ্যা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এমন কোনো বিবৃতি আমি দিইনি। পুরো বিষয়টিই সাজানো। এটা খুবই সংবেদনশীল এবং আবেগঘন সময়। সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য, তাদের পরিবারের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে আছে। এ ঘটনায় সমবেদনা প্রয়োজন, রাজনীতিকরণের নয়।’
অভিনেত্রীর কথায়, ‘আমাদের মনে রাখতে হবে, চরমপন্থী বা সন্ত্রাসবাদীদের কর্মকাণ্ডের দায় কোনো দেশ বা ওই দেশের নাগরিকদের ওপর দেওয়া যায় না। প্রমাণ ছাড়া দোষারোপ কিন্তু বিভাজন আরও বাড়িয়ে দেয়।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.