এ মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে যে সমস্যা চলছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রত্যেক ভারতবাসী। যদিও এ পরিস্থিতিতে ভারত সরকার এবং সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সবাই। বিশেষ করে বিনোদন জগতের তারকারা নানাভাবে দেশকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন। তবে এবার সেই প্রসঙ্গে অন্যরকম কথা শুনতে পাওয়া গেল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মুখে। সেনাবাহিনীর গর্বে গর্বিত হয়েছেন অভিনেত্রীও। তবে এই যুদ্ধ আবহে আরও একটি বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় সত্রুঘ্নকন্যাকে।
গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাতে সামাজিক মাধ্যমের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী লিখেছেন, আমি সশস্ত্র বাহিনীর জন্য প্রার্থনা করছি। ভারতের জন্য প্রার্থনা করছি। এ মুহূর্তে প্রতিটি উদ্বিগ্ন ভারতীয়র জন্য প্রার্থনা করছি… নিরীহ মানুষের জন্য প্রার্থনা করছি, যারা এই যুদ্ধ আবহে প্রাণ হারিয়েছেন, যুদ্ধের এই সময়ে শান্তির জন্য প্রার্থনা করছি… জয় হিন্দ।
তবে এখানেই তিনি থেমে যাননি। মিডিয়া ও জনগণকে সামাজিক মাধ্যম ছাড়াও অন্য প্ল্যাটফর্মে রিয়েল টাইম সংবাদ শেয়ার না করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেটি শেয়ার করে সোনাক্ষী সবাইকে অনুরোধ করেছেন— যাতে এই কঠিন সময়ে খবরকে অতিরঞ্জিত না করা হয়।
অভিনেত্রী লিখেছেন, সংবাদ চ্যানেলগুলোতে শুধুই সার্কাস চলছে। এই অতিরঞ্জিত ভিজ্যুয়াল, সাউন্ড এফেক্ট, চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। দয়া করে আপনারা শুধু আপনাদের কাজ করুন। তথ্য পরিবেশন করুন। যুদ্ধকে চাঞ্চল্যকর করে তুলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেন না। মানুষ কেবল একটি নির্ভরযোগ্য সংবাদ দেখার আশা রাখেন, দয়া করে সংবাদের নামে আবর্জনা দেখানো বন্ধ করুন।
প্রসঙ্গত, শুক্রবার সকালে সংবাদ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দেশের সামরিক অভিযান বা জওয়ানদের গতিবিধির লাইভ কভারেজ দেখানো থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের এ নির্দেশিকা জারির কিছুক্ষণের মধ্যেই সেটি শেয়ার করে নিজের মন্তব্য প্রকাশ করেছেন সোনাক্ষী সিনহা।
উল্লেখ্য, শুধু সোনাক্ষী সিনহা নয়, এসএস রাজামৌলিও জনগণকে অনুরোধ করেছেন, যাতে কেউ সেনাবাহিনীর গতিবিধির কোনো ছবি বা ভিডিও তুলে সামাজিক মাধ্যমে পোস্ট না করেন। অনলাইনে এসব ফুটেজ শেয়ার করলে আখেরে যে ভারতেরই ক্ষতি হবে, সেই কথাও বারবার বলেছেন অভিনেত্রী।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.