হাঁটুর বয়সি নায়িকাকে চুমু, সমালোচনার মুখে কমল হাসান

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা কমল হাসান। তাকে নিয়ে গুণী পরিচালক মণি রত্নম নির্মাণ করেছেন ‘থাগ লাইফ’। সিনেমাটিতে ২৮ বছরের ছোট তৃষা কৃষ্ণানের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেতা।

গত ১৭ মে মুক্তি পেয়েছে ‘থাগ লাইফ’ সিনেমার ট্রেইলার। তাতে হাঁটুর বয়সি তৃষাকে চুমু খেতে দেখা যায়। ট্রেইলার দেখে নেটিজেনদের বড় অংশ প্রশংসা করছেন। তবে কমল-তৃষার চুমুর দৃশ্য নিয়ে অনেকে অস্বস্তিতে পড়েছেন। কেউ কেউ কড়া ভাষায় সমালোচনাও করছেন।

একজন লেখেন, “একজন বৃদ্ধ যদি যুবতীর প্রেমে পড়ে তাহলে কিছু বলার থাকে না। কিন্তু একজন বৃদ্ধ যদি তরুণের মতো ভাণ করে তাহলে অদ্ভুত লাগে।” অন্য একজন লেখেন, “ট্রেইলার দেখে সত্যি ভীষণ অবাক হলাম।”

একজন রসিকতা করে লেখেন, “মাত্র ৩০ বছরের ব্যবধান, তারা নাকি আত্মার সঙ্গী! এটা কি ভাই?” আরেকজন কমল হাসানের কন্যা শ্রুতির বয়স টেনে লেখেন, “তৃষা শ্রুতির চেয়ে মাত্র তিন বছরের বড়, হাঁটুর বয়সি একটি মেয়ের সঙ্গে এই দৃশ্যে অভিনয় করা কীভাবে সম্ভব?”

তবে কেউ কেউ কমল হাসানের পক্ষে অবস্থান নিয়েছেন। একজন লেখেন, “চরিত্রের খাতিরে সবকিছুই করতে হয়। গল্পে স্পষ্টভাবে দেখানো হয়েছে একজন বয়স্ক গ্যাংস্টার একজন কম বয়সি নারীর প্রেমে পড়েছেন, খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্যটি যথাযথ।”

আলোচিত ‘থাগ লাইফ’ সিনেমায় আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে মণি রত্নম ও কমল হাসান ৩৭ বছর পর একসঙ্গে কাজ করেছেন।