তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে সুসময় পার করছেন নাজনীন নিহা। নাটক, টেলিফিল্মে নিয়মিত কাজ করছেন তিনি। স্বল্প দিনের ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় সব অভিনেতাদের সঙ্গে। আসন্ন ঈদেও একাধিক নাটকে দেখা মিলবে তার।
সম্প্রতি শেষ করলেন ‘চুপকথা’ নামে আরও একটি নাটকের শুটিং। এতে তিনি জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুবের সঙ্গে। এটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। জানা গেছে, ঈদের আগের দিন নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
নাটক প্রসঙ্গে নিহা বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। তবে এখানে প্রেমের সঙ্গে সঙ্গে প্রকৃতির গল্পও বলা হয়েছে। ফুটে উঠেছে সমাজের নানা চিত্র।’
ক্যারিয়ারের শুরু থেকে রোমান্টিক নাটকেই অভিনয় করছেন নিহা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দর্শক আমাকে রোমান্টিক নাটকে দেখতেই বেশি পছন্দ করেন। তাই সে চাওয়া পূরণ করতেই রোমান্টিক গল্পের নাটক করা। কারণ, আমার আজকের এ অবস্থান, দর্শকপ্রিয়তা সবকিছু দর্শকদের জন্যই। তাই তারা আমাকে যেভাবে দেখতে চান, নির্মাতারাও সেভাবেই আমাকে নিয়ে গল্প ভাবেন। এছাড়া ইদানিং রোমান্টিক গল্পের নাটকেও কিন্তু অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি নিজেও এ ধরনের গল্পে কাজ করতে পছন্দ করি। আমারও ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি আমার কাজটি যেন মানসম্মত হয়। তাই একটু সময় নিয়ে কাজ করি। আমার কাছে নাটকের প্রস্তাব আসলে, আমি চেষ্টা করি গল্প ও চরিত্র নিয়ে ভাবতে। গল্পের সঙ্গে ও চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার জন্য সময় নেই।’
এদিকে গত ঈদেই মুক্তি পেয়েছে নিহা অভিনীত নাটক ‘মেঘ বালিকা’। এতে তিনি জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছিলেন। নাটকটি থেকে বেশ সাড়া পেয়েছেন বলেও জানান এ অভিনেত্রী।
নিহা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে এ নাটকটি আমাকে অন্যরকম এক অভিজ্ঞতা দিয়েছে। দর্শকদের কাছ থেকে পাওয়া অভাবনীয় সারা আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে।’
নিহা অভিনীত বেশ কিছু আলোচিত নাটক রয়েছে। তবে জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধে করা গত ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত ‘মন দুয়ারি’ ও ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মেঘ বালিকা’
নাটকদুটো তাকে আলাদা ভাবে দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেয়। রোমান্টিক নাটকে বর্তমান সময়ের অভিনয় শিল্পীদের মধ্যে নিহাও তার একটি আসন পাকাপোক্ত করতে পেরেছেন, তৈরি করেছেন ভক্ত সমাজ।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.