আইএএস পরীক্ষা যা ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। এটি প্রতিবছর অনুষ্ঠিত হয় যেখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে, তবে কয়েকজনই সফল হয়। জানিয়ে রাখি, এই পরীক্ষার তিনটি পর্ব রয়েছে। প্রথম ও দ্বিতীয়টি লিখিত পরীক্ষা এবং তৃতীয়টি হল ইন্টারভিউ।

আইএএস পরীক্ষার ইন্টারভিউ সবসময় শিরোনামে থাকে এবং এখানে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা প্রার্থীদের মনকে বিভ্রান্ত করে। কখনো কখনো তাদের ডাবল মিনিং অর্থেরও প্রশ্ন করা হয়। যদি আপনিও বুঝতে না পারেন, তাহলে রেগে লাল হয়ে যেতে পারেন। এবার দেখে নেওয়া যাক ইন্টারভিউ চলাকালীন কিছু প্রশ্ন ও তার উত্তর।
১) প্রশ্ন: এমন কোন দোকানদার আছে যে আমাদের কাছ থেকে জিনিস নেয় এবং তাকেই টাকা দিতে হয়?
উত্তর: নাপিত হলো একমাত্র দোকানদার যে আমাদের চুল কাটার পর রাখে এবং এর মূল্য দিতে হয়।
২) প্রশ্ন: গরুর দুধ দেয় আর মুরগির ডিম দেয়, বলতে পারবেন দুটোই কে দেয়?
উত্তর: মুদিখানার দোকানদার।
৩) প্রশ্ন: সালোয়ারের নিচে কি পরেছেন?
উত্তর: মেয়েটি উত্তর দিল, ‘স্যার আমি সালোয়ার নিচে স্যান্ডেল পরেছি।’
৪) প্রশ্ন: একজন মানুষ ৮ দিন না ঘুমিয়ে কিভাবে বাঁচবে?
উত্তর: সেই মানুষটি দিনে ঘুমাবে না, রাতে ঘুমাবে।
৫) প্রশ্ন: যৌবনে সবুজ আর বার্ধক্যে লাল রঙের জিনিসটি কী?
উত্তর: লঙ্কা যৌবনে সবুজ আর বার্ধক্যে লাল হয়।
৬) প্রশ্ন: লোহা কিভাবে তৈরি হয়?
উত্তর: লোহা আকরিক থেকে লোহা তৈরি হয় এবং এটি খনিজ আকারে পৃথিবী থেকে আহরণ করা হয়। এটি পৃথিবীর গর্ভে পাওয়া চতুর্থ সর্বাধিক খনিজ।
৭) প্রশ্ন: এমন কি কাজ যেটা কুমারী মেয়ে করলে সমাজে তার বদনাম হয়?
উত্তর: সিঁদুর পরলে।
৮) প্রশ্ন: লঙ্কা ঝাল কেন?
উত্তর: লঙ্কার মধ্যে ক্যাপসিন নামক একটি যৌগ পাওয়া যায়, যা জীব ও ত্বককে প্রবাহিত করে। এই কারণে জিভে জ্বালাপোড়া অনুভূত হয়।
৯) প্রশ্ন: পরশুকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তর: Overmorrow
১০) প্রশ্ন: কোন গ্রহে সর্বাধিক চাঁদ রয়েছে?
উত্তর: সৌরজগতে সর্বাধিক সংখ্যক চাঁদ রয়েছে বৃহস্পতিতে। ২০০৯ সালে এই গ্রহের মধ্যে ৬৩টি চাঁদ আবিষ্কৃত হয়েছিল। ভবিষ্যতে আরো চাঁদ আবিষ্কৃত হতে পারে।
১১) প্রশ্ন: কোন জিনিসটি মেয়েদের জন্য বড় এবং ছেলেদের জন্য ছোট?
উত্তর: মাথার চুল।
১২) প্রশ্ন: কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়?
উত্তর: প্লাটিপাস এমন এক প্রাণী যে দুধ ও ডিম উভয়ই দেয়।
১৩) প্রশ্ন: মেয়েদের পোশাকে পকেট থাকে না কেন?
উত্তর: মেয়েরা আলাদাভাবে পার্স বহন করে। এছাড়াও মেয়েদের শার্টে ওই পকেটগুলো অকেজো হয়ে থাকবে এবং পোশাকের সৌন্দর্যও নষ্ট হবে।
১৪) প্রশ্ন: এমন কোন প্রাণী জল না খেয়ে বেঁচে থাকতে পারে?
উত্তর: এক প্রজাতির ইঁদুর জল না খেয়েই বেঁচে থাকতে পারে।
১৫) প্রশ্ন: কি সেই জিনিস যা একজন নারী তার স্বামীকে দিতে পারে না?
উত্তর: উপাধি। সাধারণত বিয়ের পর নারী তার স্বামীর উপাধি গ্রহণ করে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.