জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে তাজউদ্দিন আহমেদ হলে পৌনে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীদের দাবির পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১২টার দিকে পুনরায় শুরু হয় ভোটগ্রহণ।
এর আগে, সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। যা বিকাল ৫টা পর্যন্ত টানা চলবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে চলছে এই ভোটগ্রহণ।
জানা যায়, ইনডেক্স কার্ড ও আইডি কার্ড যাচাই-সংক্রান্ত জটিলতা এবং অনিয়মের অভিযোগের পর শিক্ষার্থীরা ভোটগ্রহণ স্থগিতের দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অনিয়মের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টা থেকে ফের ভোটগ্রহণ শুরু হয়।
এ বিষয়ে হল প্রভোস্ট লুৎফুল এলাহী বলেন, ভোট দেওয়া ১৪৩ জনকে সাংবাদিকদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে। তাদের ভোটার লিস্ট প্রকাশ করা হবে। কোনো ত্রুটি থাকলে সেগুলো বাতিল করা হবে।
উল্লেখ্য, এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.