সম্প্রতি পাঞ্জাবে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। সেখানকার কৃষকরা শুধু ফসল হারাননি, চাষজমিও তলিয়ে গেছে। মিলছে না পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারা।
পিছিয়ে নেই বলিউড বাদশাহ শাহরুখ খানও। তার সংগঠন মীর ফাউন্ডেশন রাজ্যটির অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুর জেলা থেকে প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে দত্তক নিয়েছে। তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার ঘোষণা দিয়েছে।
মীর ফাউন্ডেশন স্থানীয় এনজিও ভয়েস অব অমৃতসরের সহযোগিতায় বন্যাদুর্গত পরিবারগুলোর মধ্যে ওষুধ, স্যানিটেশন সরঞ্জাম, খাদ্যসামগ্রী, মশারি, ত্রিপল, বিছানাসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কাজ শুরু করে দিয়েছে।
শাহরুখ খানের মীর ফাউন্ডেশন মূলত অ্যাসিড আক্রমণের শিকার নারীদের সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করার কাজ করে থাকে এবং নারীর ক্ষমতায়নের জন্য যত্নশীল এ সংগঠন। শাহরুখের বাবার (মীর তেজ মহম্মদ খান) নামে তৈরি এ সংগঠন। কোভিড মহামারির সময়ও মীর ফাউন্ডেশন অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, হাসপাতালের জন্য বেড, রেশন—এমনকি অর্থ সাহায্যের হাতও বাড়িয়েছিল। এখন আবারও পাঞ্জাবের দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।
এদিকে শাহরুখ খান ছাড়াও বলিউডে ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, সোনু সুদ, অক্ষয় কুমার, আলিয়া ভাট, দিলজিৎ দোসাঞ্জের মতো তারকারাও পাঞ্জাবের বন্যা ত্রাণে সক্রিয় ভূমিকা পালন করছেন। সালমান খানের সংগঠন ‘বিয়িং হিউম্যান’ পাঁচটি উদ্ধারকারী নৌকা পাঠিয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোকে দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছে। সোনু সুদ তার পরিবারকে নিয়ে হাজার হাজার গ্রামে ত্রাণ বিতরণ করছেন।
উল্লেখ্য, ১৯৮৮ সালের পর থেকে পাঞ্জাবে সবচেয়ে ভয়াবহ বন্যা এটি। এ বন্যায় রাজ্যের ২৩ জেলার ৩.৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরে ভারি বৃষ্টিপাতের ফলে শতদ্রু, বিয়াস ও রবি নদী প্লাবিত হওয়ার কারণে বন্যাপরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যাতে এক হাজার ৬৫৫ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.