মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন নাটক—দুই মাধ্যমেই নিজস্ব অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী স্নিগ্ধা হোসেন। বিক্রমপুরের এই শিল্পী এবার হাজির হচ্ছেন রুপালি পর্দায়, অভিনয় করেছেন ‘বেহুলা দরদী’ নামে একটি মৌলিক চলচ্চিত্রে। নাট্যনির্মাতা সবুজ খান পরিচালিত সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পাবে।
স্নিগ্ধা জানান, সিনেমাটি বাংলাদেশের টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বেহুলা নাচারি গীতিনাট্য অবলম্বনে নির্মিত। নিজের অভিনীত চরিত্র সম্পর্কে তিনি বলেন, “বেহুলা দরদী সিনেমায় পতিতা চরিত্রে অভিনয় করেছি। এটি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ও একেবারে ভিন্নধর্মী চরিত্র। আমি চেষ্টা করেছি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে।”
লোকজ ঐতিহ্যভিত্তিক গল্পে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে স্নিগ্ধা বলেন, “অনেক দিন ধরে গ্রামবাংলার ঐতিহ্য নিয়ে মৌলিক গল্পের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। সেই দিক থেকে ‘বেহুলা দরদী’ অনন্য। নির্মাতা সবুজ ভাই টাঙ্গাইলের মানুষ, তাই হয়তো নিজের এলাকার সংস্কৃতিকে চলচ্চিত্রে তুলে ধরার অনুপ্রেরণা পেয়েছেন। আমরা সবাই মিলে মনপ্রাণ ঢেলে কাজ করেছি। দর্শক ভালো লাগা অনুভব করলেই আমার এই পথচলা সার্থক হবে।”
অভিনয়ের ধরন সম্পর্কে জানতে চাইলে স্নিগ্ধা হাসিমুখে বলেন, “নায়িকাই হতে হবে বা গ্ল্যামারাস চরিত্রেই অভিনয় করতে হবে—এমন ভাবনা আমার নেই। আমি বৈচিত্র্যের খোঁজে বিভিন্ন ঘরানার চরিত্রে কাজ করতে ভালোবাসি। মঞ্চের অভিজ্ঞতাই আমাকে শেখায় চরিত্রের গভীরে যেতে। ‘বেহুলা দরদী’ সিনেমাটিতে অসাধারণ একটি চরিত্রে আমার ওপর আস্থা রাখার জন্য পরিচালক সবুজ খানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
বর্তমানে ‘দৃষ্টিপাত নাট্য সংসদ’-এর নিয়মিত সদস্য স্নিগ্ধা হোসেনের মঞ্চাভিনয়ে অভিষেক হয় উন্মুক্ত থিয়েটারের মাধ্যমে। প্রায় এক দশক ধরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—বাবার ছেলে, দুঃস্বপ্নের রাত, মায়ের কষ্ট, রেশমি তুমি কার, ঠিকানা বদল, বোকা বোকা প্রেম, বিয়ে বাড়িতে চোর, মানি মার্চেন্ট, ক্রাইম ফিকশন ইত্যাদি।
‘বেহুলা দরদী’ ছাড়াও স্নিগ্ধা অভিনয় করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘পোস্ট মাস্টার ৭১’-এ।
জাহিদ ইসলাম প্রযোজিত ‘বেহুলা দরদী’ চলচ্চিত্রে স্নিগ্ধা হোসেন ছাড়াও অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, সূচনা সিকদার, প্রাণ রায়, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আলমগীর হোসেন, শেখ মিরাজুল, সেলজুক, সানজিদা মিলা, হাসিমুন, রেশমি, ইমরান হাসু, মনিষা সিকদার, নয়ন, আফফান মিতুল প্রমুখ।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.