‘দেয়ালের দেশ’ শিরোনামের একটি সিনেমার শেষ লটের শুটিং করছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী। বেশ গোপনেই চলছে সিনেমাটির দৃশ্যধারণ।
এতটাই গোপনীয়তা যে শুট শেষ না করে গণমাধ্যমে কথা বলতে চান না তরুণ পরিচালক মিশুক মনি।
কিন্তু বিপত্তি বেঁধেছে, সিনেমাটির লুক ও একাধিক দৃশ্য চলে এসেছে অন্তর্জালে। স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে রাজ, আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি। আর ববুলীকে একটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে হুইল চেয়ারে বসে আছেন তিনি।
লুক ফাঁস হওয়া প্রসঙ্গে নির্মাতা মিশুক মনির বলছেন, ‘শুটিং সেট থেকে কেউ একজন গোপনে ভিডিও করে সেই ভিডিও টিকটকে আপলোড দিয়েছে। সেখান থেকে স্ক্রিনশট ছড়িয়েছে। শুটিং শেষ করে প্রেস মিট করে অফিসিয়াল লুক প্রকাশ করবো।’
জানা গেছে, সিনেমাটির গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।
২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘দেয়ালের দেশ’; সিনেমাটি প্রযোজনা করছেন মাহফুজুর রহমান। চলতি বছরের মার্চে সিনেমাটি প্রথম লটের শুট হয়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
