ওটিটি প্ল্যাটফর্ম কিংবা নীল ছবি ওয়েবসাইট; অ্যাপগুলোতে কেমন কনটেন্ট যাবে তা নির্ভর করে ব্যবহারকারীদের ওপর। আর এইসব ঠিক হয় গবেষণার মাধ্যমে। যে নীল ছবি সাইটে যত ভালো সমীক্ষা বা রিসার্চ করা হয়, তাদের সাইট তত বেশি মানুষ দেখে। আর তাই নীল ছবি সাইটগুলি ভালোমানের রিসার্চে জোর দেয়।
এমনই এক সমীক্ষায় ২২ বছরের সুন্দরী এক তরুণীকে মোটা পারিশ্রমিক দেওয়ার চুক্তি করা হলো। সারাদিন ধরে তাকে শুধু নীল ছবি ভিডিও দেখে বলতে হবে, কোনটা ভালো, কোনটা ততটা নয়। প্রতি ঘণ্টায় তার জন্য সেই তরুণী পাবেন বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার টাকা (২০ মার্কিন ডলার)। হ্যাঁ, সারাদিন ৮ ঘণ্টার নীল ছবি দেখার বিনিময়ে তরুণীর রোজগার ১৬ হাজার টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের বেঁধে দেওয়া নূন্যতম মজুরির চেয়ে যা তিন গুণ।
মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনকের বাসিন্দা সেই তরুণীর নাম রেবেকা ডিকসন। নীল ছবির সমীক্ষায় ঘণ্টা পিছু দেড় হাজার টাকায় ভিডিও দেখার জন্য জমা পড়েছিল মোট ৯০ হাজার আবেদন। সেখান থেকে নানাদিক বিবেচনা করে রেবেকাকেই বেছে নেয়া হল। রেবেকা জানিয়েছিলেন, তিনি নীল ছবিদেখতে ভালোবাসেন, গবেষণারগত দারুণ নেশা। আর নীল ছবির নানা নতুন দিক নিয়ে পড়াশোনা করছেন।
নীল ছবি ভিডিও দেখার সঙ্গে আর কী করতে হবে রেবেকাকে? নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে, তাকে ভিডিওগুলোর ওপর কোম্পানিকে রিপোর্ট পাঠাতে হবে। কোন ধরনের নীল ছবি কতক্ষণ চলতে পারে, কী ধরনের প্রতিক্রিয়া আসছে সহ নানা ধরনের তথ্য রিপোর্ট আকারে পাঠাতে হবে তাকে।
এই কাজ পেয়ে দারুণ খুশি রেবেকা বললেন, আমি ছোট শহরের মেয়ে। আমাদের ওখানে জীবন খুব শান্ত। এই কাজটা আমার জন্য একদম পারফেক্ট। নীল ছবি দেখতে আমার দারুণ লাগে। এই ধরনের কাজ যেন আমারই জন্য তৈরি। একটা প্রজেক্টের অংশ হতে পারে বেশ উত্তেজিত লাগছে। আশা করছি কোম্পানি আমার কাজে উপকৃত হবে।