বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: আদার হাফ। গল্প: মোসাব্বের হোসেন মুয়ীদ। চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ্। অভিনয়ে: তাহসান খান, বিদ্যা সিনহা মিম প্রমুখ। দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: সাদা ফুল। রচনা: পান্থ শাহরিয়ার। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: খায়রুল বাশার, সাদিয়া আয়মান, সাবিহা জামান, অভিষেক, রাসেল প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন, সামান্তা পারভেজ প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: হঠাৎ বিয়ে। রচনা: ফারিয়া হোসেন। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: শেষ বসন্ত। রচনা ও পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, সুষমা সরকার, নরেশ ভুইয়া, মিলি বাশার প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: এক আকাশের ছাদ। রচনা: মারুফ হোসেন সজীব। পরিচালনা: রাইসুল তমাল। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সাফা কবীর, রোজী সিদ্দিকী, মিলি বাশার, শেলী আহসান প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ঠোঁটকাটা জামাই। অভিনয়ে: নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: দূর হতে তোমারেই দেখেছি। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: এজাজ মুন্না। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাদিয়া। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: প্রবাসীর কান্না। রচনা: মোসাব্বের হোসেন মুয়ীদ। পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ্। অভিনয়ে: জোভান, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: টিক্কা রিটার্নস। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, পাভেল প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: বউ গেলে বুদ্ধি বাড়ে। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: আলোক হাসান। অভিনয়ে: শামীম হাসান সরকার প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: খাঁচা। রচনা: মুনতাহা বৃত্তা। পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, তাসুনভা তিশা প্রমুখ।
চ্যানেল আই
বিকাল ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মাওয়া থেকে হাওয়া। পরিচালনা: আফজাল হোসেন। অভিনয়ে: মৌটুসী বিশ্বাস, আফজাল হোসেন প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বহিরাগত। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: রুবেল হাসান। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, রুনা খান প্রমুখ।
এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: ডেয়ার ভিলেন। পরিচালনা: তৌফিকুল ইসলাম, অভিনয়ে: অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক: লটারি। পরিচালনা: মহিন খান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি প্রমুখ। রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: রাতের শেষে। রচনা ও পরিচালনা: নাজমুল রনি। অভিনয়ে: অপূর্ব, তটিনী প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: এক পথে পা। পরিচালনা: চয়নকিা চৌধুরী। অভিনয়ে: তারিন, অপূর্ব প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: লাভ ইউ বাবা। পরিচালনা: হামেদ হাসান নোমান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি প্রমুখ।
দীপ্ত টিভি
বিকাল ৪টায় প্রচার হবে অরিজিনাল ফিল্ম: নিকষ, পরিচালনা: রুবেল হাসান, অভিনয়: তাসনিয়া ফারিণ, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসরাত জাহান হৃদিকা প্রমুখ। সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: প্রেম হইতে সাবধান, পরিচালনা: হারুন রুশো, অভিনয়: নিলয়, হিমি। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ভাগ্যরেখা, পরিচালনা: গোলাম সোহরাব দোদুল, অভিনয়: মোশাররফ করিম, নিশাত প্রিয়ম। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: রহস্যময়ী। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মার ঘুরিয়ে, পরিচালনা: প্রীতি দত্ত, অভিনয়: নিলয়, শিপন মিত্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বাবার বিরিয়ানি, পরিচালনা: তৌফিকুল ইসলাম, অভিনয়: তৌসিফ, ফজলুর রহমান বাবু।
চ্যানেল নাইন
বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: আয়রনম্যান। পরিচালনা: তরু জামান: অভিনয়ে: সেলজিৎ হাসান, সেলিম রেজা, সঞ্চিতা দত্ত প্রমুখ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: আপনজন। পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, সাদিয়া জান্নাত, তারিক স্বপন প্রমুখ। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বক্কর-২। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মারজুক রাসেল, সালহা খানম নাদিয়া, সালাহউদ্দীন লাভলু, চাষী ইসলাম, শামীমা নাজনীন, রোমেল প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ট্র্যাপ। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: শামীম হাসান সরকার, অহনা প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মালবিকা তোমার জন্য। পরিচালনা: অভ্র মাহমুদ। অভিনয়ে: শাহেদ শরীফ খান, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: পা। পরিচালনা: ইমরাউল রাফাত। অভিনয়ে: মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি, সাদিয়া জামান প্রমুখ। রাত ১১টায় প্রচার ধারাবাহিক নাটক: পালাকার। পরিচালনা: আলী হায়দার সুজন। অভিনয়ে: প্রাণ রায়, শফিক খান দিলু, নিঝুম রুবিনা প্রমুখ।