বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আশির দশকের শেষ লগ্নে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন মাধুরী। তার অভিনয় আর লাস্যময়ী রূপে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।
অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে শুধু ব্রা পরে পর্দায় হাজির হতে আপত্তি করেছিলেন মাধুরী। এ নিয়ে পরিচালক টিনু আনন্দর সঙ্গে তর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। এজন্য সিনেমার কাজ ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন মাধুরী। আর এ ঘটনা ঘটেছিল ১৯৮৯ সালে। ‘শনাক্ত’ শিরোনামে একটি সিনেমার শুটিং সেটে। ৩৪ বছর পর সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন পরিচালক টিনু।
রেডিও নাশা-কে দেওয়া সাক্ষাৎকারে টিনু আনন্দ বলেন, ‘আমি মাধুরীকে একটি দৃশ্য বর্ণনা করছিলাম। তাকে বলেছিলাম, তোমাকে ব্লাউজ খুলে ফেলতে হবে, যাতে তোমার ব্রা (অন্তর্বাস) দেখা যায়। আমি কিছু আড়াল করতে চাচ্ছি না। কারণ তুমি একজন মানুষকে সাহায্য করার জন্য নিজেকে অফার করেছো। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থা। প্রথম দিনে এ দৃশ্যের শুটিং করতে চাই।’
এ দৃশ্যের শুটিং করতে প্রথমে সম্মত হন মাধুরী। কিন্তু পরে অস্বীকৃতি জানান। শুটিংয়ের দিন ড্রেসিং রুম থেকে টানা এক ঘণ্টা বাইরে বের হননি মাধুরী। পরে টিনু কারণ জানতে ড্রেসিং রুমে যান। তখন মাধুরী তাকে বলেন, ‘টিনু, এ দৃশ্যে আমি অভিনয় করতে চাই না।’ এ কথা শুনে টিনু বলেন, ‘আমি দুঃখিত, তোমাকে এ দৃশ্যে অভিনয় করতেই হবে! আর তা না হলে এ সিনেমা তোমাকে ছেড়ে দিতে হবে।’
বিষয়টি নিয়ে টিনু-মাধুরীর যখন বাগবিতণ্ডা চলছিল, ওই সময়ে ঘটনাস্থলে যান অমিতাভ বচ্চন। বিষয়টি তিনি মিটমাটের চেষ্টা করেও ব্যর্থ হন এবং বলেন, ‘তুমি তার সঙ্গে তর্ক করছো কেন? যদি তার আপত্তি থাকে…।’ আমি বললাম, ‘যদি তার আপত্তি থেকেই থাকে তবে তা সাইন করার আগেই করা উচিত ছিল। সর্বশেষ দৃশ্যটি করতে সম্মত হয় মাধুরী।’
এরপর পাঁচদিন সিনেমাটির শুটিং হয়। তারপর বন্ধ হয়ে যায় দৃশ্যধারণের কাজ। এরপর আর আলোর মুখ দেখেনি সিনেমাটি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.