বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। দীর্ঘ দিন প্রেম করে ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জেইনকে বিয়ে করেন তিনি। বিয়ের ৬ মাসের মাথায় গুঞ্জন উঠেছিল, মা হতে যাচ্ছেন এই নায়িকা। তবে তা গুঞ্জনেই আটকে ছিল। ফের বলিপাড়ার বাতাসে ভেসে বেড়াচ্ছে, মা হতে যাচ্ছেন অঙ্কিতা।
প্রথম সন্তানের মা হতে যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অঙ্কিতা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন— ‘আমি প্রথম নই, এসবের মধ্য দিয়ে অনেককে যেতে হয়েছে। আপনি যখন অবিবাহিত, তখন আপনাকে বিবাহিত বানাবে। যখন বিয়ে করবেন, তখন প্রসঙ্গ বাচ্চা অথবা বলবে আপনি অন্তঃসত্ত্বা।’
গুঞ্জন নিয়ে চিন্তিত নন অঙ্কিতা। তা ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, ‘এসব বিষয় মিডিয়ায় চলতেই থাকে। এসব আমার উপরে প্রভাব ফেলে না। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আমি পাত্তা দিই না। আমি আমার অনেক মিম দেখেছি। সোশ্যাল মিডিয়ায় আমার অনেক মিথ্যা বেবি বাম্পের ছবি ঘুরতে দেখেছি।’
সন্তান নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে অঙ্কিতা লোখান্ডে বলেন, ‘আমি কোনো দিনই কোনো কিছুই পরিকল্পনা করে করিনি। বিয়ে, ক্যারিয়ার নিজের মতো হয়েছে। তা ছাড়া বায়োলজিক্যাল ক্লক নিয়ে খুব বেশি চিন্তিত নই। যার যখন আসার সে তখন আসবেই। সবকিছুই ঈশ্বরের ইচ্ছে।’
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।
রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.