এক ‘রাজা’ ইলিশের দাম ৭ হাজার

বরগুনার বিষখালী নদীতে জেলের জালে দুই কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। মাছটি সাত হাজার ৩৫ টাকায় কিনে নেন এক ব্যবসায়ী।

শনিবার বিকেলে বিষখালীর পরিরখাল পয়েন্টে জেলে মো. অলি আহমেদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। বরগুনা পৌর শহরের মাছ বাজারে রাজা ইলিশটি একনজর দেখতে ভিড় জমান অনেকেই।

বরগুনা পৌর মাছ বাজারের আড়তদার ইদ্রিস শরীফ বলেন, দুপুরে এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল এলাকায় বিষখালী নদীতে জাল ফেলেন মো. অলী আহমেদ মাঝি। এ সময় তার জালে রাজা ইলিশসহ আরো মাছ ওঠে। এরপর বিকেল ৫টার দিকে মাছটি আমার আড়তে নিয়ে আসেন। পরে মাছটি নিলামে সাত হাজার ৩৫ টাকায় বিক্রি করা হয়।