দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমাটি আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। মুক্তিকে সামনে রেখে এর প্রমোশনাল গান প্রকাশ করা হয়েছে। এ গানে পারফর্ম করেছেন সিনেমাটির অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমনসহ প্রায় ৪০ জন পারফরমার।
‘ওয়েলকাম টু অন্তর্জাল’ শিরোনামের এই গানটি সোমবার (১৮ সেপ্টেম্বর) মুক্তি পায় বিশাল আয়োজন করে। রাজধানীর রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্টের মাধ্যমে প্রকাশ করা হয় গানটি। এতে উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পী সিয়াম, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ কলাকুশলীরা।
রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন যৌথভাবে শেখ রাফি মাহমুদ ও শেখ সামি মাহমুদ। গেয়েছেন মাশা ইসলাম। এর র্যাপ আর্টিস্ট হিসেবে রয়েছেন রাসেল মাহমুদ।
সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন বললেন, ‘অন্তর্জাল হচ্ছে, তরুণ প্রজন্মের সিনেমা। তাই তরুণ প্রজন্মকে কানেক্ট করতেই কনসার্ট করে গানটি মুক্তি দেওয়া হয়েছে।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.