এবার তাবীব-রানা জুটির গাওয়া ‘চাপ নাই’ গানটি ব্যবহার করা হয়েছে বলিউডের ‘কালা’ ওয়েব সিরিজে থিম সং হিসেবে ব্যবহার করা হয়েছে। এর প্রোমোতে শোনা গেল তাদের গান। পথশিশু রানার উত্থান যেন রূপকথার রাজপুত্রের মতোই। আর সেই রূপকথার রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তাবীব। দুজনের ‘গাল্লিবয়’ সিরিজের পরপর তিনটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব কনটেন্ট।
একজন সৎ অফিসারের গল্প নিয়ে সিরিজটির গল্প এগিয়েছে। ১৯৮৮ সালের ২১ অক্টোবর বাংলাদেশ-ভারত সীমান্তে একদল সৈনিকের ওপর আকস্মিক আক্রমণে একজন ছাড়া নিহত হন সবাই। শুভেন্দ্র মুখার্জি নামের একজন দৈব্যক্রমে বেঁচে যান। কিন্তু তার বেঁচে যাওয়াটাই কাল হয়। তাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়। তবুও সে থেমে থাকে না। নিজের দেশের জন্য আদর্শিক লড়াইটা সে জারি রাখে। ৩০ বছর পর সে নতুন নামে সামনে আসে।
সিরিজটিতে অভিনয় করেছেন রোহান বিনোদ মেহেরা, অবিনাশ তেওয়ারি, অনীল চরণজিৎসহ অনেকে। পরিচালনায় আছেন বিজয় নাম্বিয়ার। গত ১৭ সেপ্টেম্বর এটি অবমুক্ত হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.