বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জের সাদামহল এলাকার টাঙ্গন নদীতে হুইল বড়শি দিয়ে মাছ ধরতে বসেন মৎস্য শিকারি মোঃ বাটু ইসলাম। নদী থেকে ১৩ কেজি ৪শ’ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির চিতল মাছ শিকার করলেন সাদামহল এলাকার সৌখিন মৎস্য শিকারি মোঃ বাটু ইসলাম।
এসময় তার বড়শিতে প্রায় ১৩ কেজি ৪শ’ গ্রাম ওজনের চিতল মাছটি ধরা পড়ে। মাছটি শিকারের পর সেটিকে সাদামহল বাজারে আনা হলে উৎসুক জনতার ভির জমে যায়। এরই মধ্যে এক ব্যক্তি ১৪ হাজার টাকায় মাছটি ক্রয় করে নেন।
পরে এলাকাবাসী অনুরোধে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়। টাঙ্গন নদীতে বড় মাছ ধরার সংবাদে নদী পাড়ে পেশাদার ও সৌখিন মৎস্য শিকারিদের ভিড় লক্ষ্য করা গেছে। এলাকাবাসী জানায় টানা কয়েকদিনের অবিরাম বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আটকে পড়া বড় মাছ অথৈই পানিতে ভেসে আসায় মৎস্য শিকারিদের ছিপে ও জালে ধরা পড়ছে।