বুধবার (১১ অক্টোবর) বিকেলে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রি হয়। বরগুনায় একটি ইলিশ মাছ পৌনে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সমুদ্রের জেলেদের হাতে ধরা পরা তিন কেজি ওজনের বিএফডিসি বাজারের পাইকারী মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম মাছটি নয় হাজার ৭৫০ টাকায় ক্রয় করেন।
বরগুনার পাথরঘাটা বিএফডিসি মার্কেটের ব্যবসায়ী রফিক জানান, সাম্প্রতিক বছরগুলোতে জেলেদের জালে যেসব ইলিশ ধরা পড়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে বলেন, সঠিকভাবে নিষিদ্ধকালীন সময় বাস্তবায়নের ফলে বরগুনার উপকূলে এ ইলিশের আকার বৃদ্ধি পেয়েছে। আজ মধ্যে রাত থেকেই ইলিশ নিষেধাজ্ঞা শুরু হবে।