ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তার অভিনীত নতুন সিনেমা ‘লিও’। গত ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে এখন ‘লিও’।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ‘লিও’ সিনেমার আয়ের পরিমাণ কমছে। তবে শুক্রবার (২ নভেম্বর) সবচেয়ে কম আয় করে এটি। গতকাল বক্স অফিসে আয়ের পরিমাণ কিছুটা বেড়েছে। ওঠানামার মধ্য দিয়ে চললেও সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় ‘লিও’ এখন চতুর্থ অবস্থানে।
বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৭০ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৪৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ৪৫ কোটি রুপি।
সপ্তম দিনে ‘লিও’ আয় করেছে ২২ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ১১ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৯.৫ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ১৮ কোটি রুপি, ১১ তম দিনে আয় করেছে ২৪.৫ কোটি রুপি, ১২ তম দিনে আয় করেছে ৯.৫ কোটি রুপি, ১৩ তম দিনে আয় করেছে ৫.৫ কোটি রুপি, ১৪ তম দিনে আয় করেছে ৫.২৫ কোটি রুপি, ১৫ তম দিনে আয় করেছে ৪.২৫ কোটি রুপি, ১৬ তম দিনে আয় করেছে ২.৯৫ কোটি রুপি, ১৭ তম দিনে আয় করেছে ৪ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৫৬২.৪৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৪৩ কোটি ৪ লাখ টাকার বেশি।
‘লিও’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ২৮৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ২১৫ কোটি রুপি।
চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। বিজয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.