বলিউড নির্মাতা-প্রযোজক রাজকুমার কোহলি মারা গেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, শুক্রবার সকালে গোসল করতে বাথরুমে যান রাজকুমার কোহলি। অনেকটা সময় কেটে যাওয়ায় পরও বের না হওয়ায় তাকে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া পাননি। পরে বাথরুমের দরজা ভাঙেন তার পুত্র অভিনেতা আরমান কোহলি। বাথরুমের ভেতর প্রবেশ করে দেখেন মৃত অবস্থায় পড়ে আছেন রাজকুমার কোহলি। আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১৯৩০ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন রাজকুমার কোহলি। ষাটের দশকের মাঝামাঝি সময়ে বলিউড সিনেমা নির্মাণে অভিষেক ঘটে তার। ‘ডুল্লা ভাট্টি’ (১৯৬৬) সিনেমা নির্মাণ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।
রাজকুমার নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘নাগিন’, ‘জানি দুশমন’, ‘বদলে কি আগ’, ‘নওকার বিবি কা’, ‘রাজ তিলক’ প্রভৃতি।